কারণ ছাড়াই বাড়ছে চালের দাম

- আপডেট সময় : ০১:৫২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কোন কারণ ছাড়াই বেড়ে চলেছে চালের দাম। ৫০ কেজি প্রতি বস্তায় দাম বেড়েছে ৩শ থেকে সাড়ে ৩ শো টাকা। নিরুপায় ক্রেতারা ক্ষুব্ধ হয়ে সরকারের তদারকির দিয়ে তাকিয়ে আছেন। সবজির বাজারে এখনো ১শ টাকার উপরে বিক্রি হচ্ছে কাচাঁমরিচসহ বেশ কয়েক প্রকার সবজি।
রাজধানীর বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ। তবে এখনও কাচাঁমরিচ, নতুন টমেটোসহ কয়েক পদ সবজি কেজিতে বিক্রি হচ্ছে ১২০ টাকায়।প্রকারভেদে চালের দাম কেজিতে বেড়েছে ৭ থেকে ৮ টাকা। নিরুপায় ক্রেতারা উন্মুখ সরকারের সফল তদারকির জন্য।মাছের বাজারে এক কেজি ওজনের ইলিশের হালি বিক্রি হচ্ছে ৪ হাজার টাকায়। আর শুষ্ক মৌসুমের অজুহাতে বাকী প্রজাতির মাছ কেজিতে ৬০ থেকে ৭০ টাকা বাড়তি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা ।
মাংসের বাজারে গরুর মাংস ৫৮০, খাসির মাংস বিক্রি হচ্ছে ৯ শ দরে, ব্রয়লার মুরগী কেজিতে ১৫-২০ টাকা বেড়ে বিক্রি করছে ১৩৫ থেকে ১৪০ টাকায় ।নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্যের ডাল, আটা, ময়দাসহ অন্য পণ্যে চড়া দামে বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে সয়াবিন তেল লিটারে ৮ থেকে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে লিটার ১২০ টাকা দরে।