সিলেটে ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে সাধারন মানুষ
- আপডেট সময় : ০৪:৫০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
সিলেটের ভোলাগঞ্জের পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে টানা ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘটের শেষ দিন আজ। ফলে ৩ জেলায় বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার ভারী যান চলাচল। হঠাৎ এমন ধর্মঘটে সাধারণ মানুষ, সিলেটে আসা পর্যটকসহ অনেকেই পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুমকি শ্রমিক নেতাদের। এদিকে সচেতন নাগরিকরা বলছেন এমন দাবি অযৌক্তিক।
পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে সিলেট বিভাগে ৭২ ঘণ্টার পরিবহণ ধর্মঘট শুরু হয় গেলো মঙ্গলবার সকাল ৬টা থেকে। সিলেটে বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক সংগঠনের আহ্বানের এই কর্মসূচিতে একাত্মতা জানায় পাথর খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদ। ।
কর্মসূচির মধ্যে রিকশা, মোটরসাইকেল চলাচল করতে দেখা গেলেও অন্য যানবাহন তেমন চোখে পড়েনি।ফলে বিপাকে আর দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।এদিকে আন্দোলনকারীদের কাছে ট্রাক-লরির পাশাপাশি যাত্রী পরিবহন বন্ধ রাখার কারণ জানতে চাইলে তারা জানালেন তাদের কথা।তবে সচেতন নাগরিকরা বলছেন, জিম্মি করে যারা আন্দোলন করছেন তারা কোন না কোনভাবে সরকারের সাথে সংশ্লিষ্ট। সমস্যা সমাধানে প্রশাসন ও রাজনীতিবিদদের উচিৎ দ্রুত আলোচনায় বসা।
ধমর্ঘটে ছিলেন সিএনজিচালিত অটোরিকশা চালকরাও। তবে বৃহস্পতিবার সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সিদ্ধান্তে কর্মসূচি প্রত্যাহার করা হয়। কিছুটা স্বস্তি ফিরে আসে বিভাগীয় শহর ছাড়াও আশপাশের জেলা ও উপজেলায়।



















