২০ ভরি ওজনের দুটি স্বর্ণের বারসহ এক চোরচালানী আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে ২০ ভরি ওজনের দুই পিছ স্বর্ণের বারসহ এক চোরচালানীকে আটক করেছে বিজিবি।
স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের জন্য ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপি’র টহলরত সদস্যরা ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০ ভরি ওজনের ২ পিচ স্বর্ণের বারসহ চোরাচালানী ইয়াছিন গাজীকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের বাজার মূল্য ১৩ লাখ ৮০ হাজার টাকা।
























