উত্তরাঞ্চলের জনপদে শীতের প্রকোপ বেড়েই চলেছে

- আপডেট সময় : ০২:১৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলের জনপদে শীতের প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিনই কমছে তাপমাত্রা। ঠাণ্ডায় বিপর্যস্ত মানুষ এ অবস্থাতেই জীবন-জীবিকার তাগিদে ঘর থেকে বেরুচ্ছেন।
দিনাজপুরে কমেছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার কারণে রাস্তার হেডলাইন জালিয়ে চলছে যানবাহন। আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সাথে হিমেল হাওয়া থাকায় কমেনি শীতার্তদের কষ্ট। তাই গরম কাপড়ের সহযোগিতার প্রত্যাশায় সমাজের বিত্তবানদের দিকে তাকিয়ে তারা
নড়াইলে অসহায় ও দু:স্থদের শীত নিবারনে এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারী ও সামাজিক সংগঠন। শীতে যাতে অসহায় ও দু:স্থ্য কেউ কষ্ট না পায় এবং প্রকৃত শীতার্তরা যাতে শীতবস্ত্র পায় সেদিকেও খেয়াল রাখতে সকলের প্রতি অনুরোধ জানান জেলা প্রশাসক।
হালকা কুয়াশা ও শৈত্য প্রবাহে সাতক্ষীরা জেলার কৃষকের কষ্ট বেড়েছে। তৈরি করছেন বোরো ধানের জমি। তাপমাত্রা কিছুটা বেড়েছে-সকাল ৬টায় সাতক্ষীরায় ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছেন।