জিয়াউর রহমান ছিলেন একজন বিচক্ষণ ও ধূর্ত ষড়যন্ত্রকারী: তথ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
জিয়াউর রহমান একজন বিচক্ষণ ও ধূর্ত ষড়যন্ত্রকারী ছিলেন। তিনি পেছনে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের কলকাঠি নেড়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন ।
জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, যারা ধর্মকে পুঁজি করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক করছে, তাদের কাছে ধর্মকে লিজ দেয়া হয়নি। যারা মুক্তিযোদ্ধাদের কাফের বলেছিলো, তারাই আজ ভাস্কর্য নিয়ে বিতর্ক করছে। ইতিহাস দেখলে বুঝবেন তাদের পূর্বসূরিরা স্বাধীনতাবিরোধী ছিল। এ সময় বিএনপি নেতাদের সর্তক করে তিনি বলেন দুধকলা দিয়ে সাপ পুষলে, সে ছোবলে নিজেকেই মরতে হয়।