হত্যা মামলা প্রত্যাহারের হুমকি দিয়েছেন জুনায়েদ বাবুনগরী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৮৫১ বার পড়া হয়েছে
আল্লামা শফির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। না হলে কঠোর কর্মসূচি দেয়ার কথা জানান তিনি।
সকালে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুমকি দেন। তিনি আরো বলেন, আল্লামা আ হমদ শফি জীবিত থাকা অবস্থায় তাকে পুঁজি করে যে মহলটি বিভিন্ন জায়গা থেকে অনৈতিক সুবিধা নিয়েছে, সেই চিহ্নিত মহলটিই এখন আবার অপতৎপরতা চালাচ্ছে। হাটহাজারী মাদ্রাসার শান্ত পরিবেশকে অশান্ত করতেই ছাত্র-শিক্ষকদের হয়রানী করার পাঁয়তারা চলছে। কঠোর কর্মসূচি দিতে মাদ্রাসা কমিটি ও হেফাজতে ইসলামের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।