পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে ১১১ দফা সুপারিশ

- আপডেট সময় : ০৭:২১:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে গঠিত চারটি কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মন্ত্রনালয় এসব দফা ও সুপারিশ ধীরে ধীরে বাস্তবায়ন করবে।
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক সংক্রান্ত টাস্কফোর্সের ২য় সভা বসে। পরে সিদ্ধান্তগুলো জানাতে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- কোভিডের এই স্থবির সময়েও সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য ১১১ দফা সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। আগামী সভায় এই সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য যা যা করা প্রয়োজন সেগুলো নির্ধারণ করা হবে।
দফাগুলো বাস্তবায়নে কি কি অসুবিধা হতে পারে সে বিষয়ে পর্যালোচনা চলছে, জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা এবং প্রচলিত আইন ও বিধির সমন্বয়েই এসব সুপারিশ বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী আরো জানান, সুপারিশগুলো কোনটা স্বল্পমেয়াদি, কোনটা মধ্য ও দীর্ঘমেয়াদি। সমন্বয় করার জন্য চারটি কমিটি কাজ করছে।