কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের বিরুদ্ধে ছাত্রদলের সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন উপহাসমূলক বক্তব্য দেয়ায় কুমিল্লা সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রনেতারা।
সকালে নগরীর ধর্মসাগরপাড়স্থ বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন কুমিল্লার বর্তমান ও সাবেক ছাত্রদল নেতারা এ জন্য মেয়র মনিরুল ইসলাম সাক্কুকে নি:শর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান। নয়তো দল থেকে তাকে পদত্যাগ করতে হবে বলেও জানান তারা। সংবাদ সম্মেলনে মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার আরো বলেন, স্থানীয় একটি মিডিয়ায় মেয়র সাক্কুর উপহাসমূলক বক্তব্য দলের অন্য নেতাকর্মীদেরে অনুভূতি ও অস্তিত্বে আঘাত হেনেছে।


















