চুয়াডাঙ্গায় এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের ৯৯তম শাখা উদ্বোধন

- আপডেট সময় : ০৫:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ২১৩৯ বার পড়া হয়েছে
দেশের প্রতিষ্ঠিত কুরিয়ার সার্ভিস এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের ৯৯তম শাখা চুয়াডাঙ্গায় উদ্বোধন করা হয়েছে।
বিকালে চুয়াডাঙ্গা পৌরসভার পাশে জনপ্রিয় এ কুরিয়ার সার্ভিস অফিসের উদ্বোধন করেন এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। বিকালে এস এ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ সেখানে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীরা। পবিত্র কোরান তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাবেক ব্যাংকার মোতাহার হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ বলেন, এই সেবা দিয়ে জনমানুষের সেবায় আত্মনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। চুয়াডাঙ্গাতে এর যাত্রা এলাকার কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সুফল দেবে। অনুষ্ঠানে জেলা দোকান মালিক সমিতির সভাপতি , প্রেসক্লাবের সভাপতিসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। গুরুত্বপুর্ণ ও প্রয়োজনীয় সামগ্রী দেশ-বিদেশে পৌঁছে দিতে দীর্ঘ ৪০ বছর ধরে কাজ করে আসছে এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস ।