বিপাকে গাইবান্ধার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায়, বিপাকে পড়েছে গাইবান্ধার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা। আয় না থাকায় বেতন পাচ্ছে না তারা। পরিবার নিয়ে কষ্টে জীবন-যাপন করছে। ভাড়া দিতে না পেয়ে ছেড়ে দিচ্ছে প্রতিষ্ঠানের ভবন। পেশা বদল করতেও বাধ্য হচ্ছে অনেকে।
গাইবান্ধায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে ছোট বড় তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। শিশু শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে লেখাপড়া শেখানো হতো এসব কিন্ডারগার্টেনে। কিন্তু, করোনার কারনে র্দীঘদিন বন্ধ থাকায় বিপাকে পড়েছে সংশ্লিষ্টরা।দীর্ঘদিন বেতন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছে কর্মচারিরা। অনেকে পেশা বদল করছে।
প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখতে অভিভাবকদের এগিয়ে আসার আহবান জানান, জাতীয় পর্যায়ের এই শ্রেষ্ঠ শিক্ষক।শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে ব্যাংক ঋনসহ সরকারি সহযোগিতা চান শিক্ষ