ক্ষমতার বিরোধেই খুন হয়েছেন গোপীনাথপুর ইউনিয়নের মেম্বার হামিদুল শরীফ

- আপডেট সময় : ০৮:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
স্থানীয় ক্ষমতার বিরোধেই খুন হয়েছেন গোপালগঞ্জের গোপীনাথপুর ইউনিয়নের মেম্বার হামিদুল শরীফ। সিআইডি জানিয়েছে, প্রতিপক্ষকে ফাঁসাতেই যশোর থেকে মোটরসাইকেলে গোপালগঞ্জে এনে তাকে হত্যা করা হয়। মূল আসামিসহ দু’জনকে গ্রেফতারের পর, চাঞ্চল্যকর এ তথ্য জানায় সিআইডি।
সকালে সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন সংবাদ সম্মেলনে জানান, এই খুনের সঙ্গে জড়িত তিনজনকে দেশের বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। ঐ ইউনিয়নের চেয়ারম্যান লাচ্চু শরীফকে ফাঁসানোর জন্য মেম্বার হামিদুল শরীফকে তৃতীয় একটি পক্ষ খুন করে বলে জানান তিনি। গ্রেফতার হওয়া তিনজন হলো- রবিউল শরীফ, আমির মোল্লা ও সাগর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা এই হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন। গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার গোপিনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার হামিদুল শরীফ খুন হন। এই ঘটনায় নিহতের ভাই মনির শরীফ গোপিনাথপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।