জামাতার জামিনের পক্ষে সাফাই দিতে এসে ফেঁসে গেলেন শ্বশুর

- আপডেট সময় : ০৭:৫১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৮০৬ বার পড়া হয়েছে
মেয়েকে হত্যার ঘটনায় প্রথমে মেয়ে জামাইকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছিলেন শ্বশুর জলিল দুয়ারি। অথচ প্রায় দুই বছর পর এসে সেই জামাতার জামিনের পক্ষে সাফাই দিতে এসে ফেঁসে যান শ্বশুর জলিল দুয়ারি। জামাতার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল বলে দাবি করায় শ্বশুরের বিরুদ্ধেই মামলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আসামি জামাতা মোহাম্মদ কাউসার গাজীকে জামিন দিয়েছে আদালত।
২০১৮ সালের ৩১ ডিসেম্বর। পটুয়াখালীর সাথী আক্তার নামের এক নারীকে তার স্বামী মোহাম্মদ কাউসার গাজী নির্মমভাবে হত্যা করেন বলে অভিযোগ তোলে সাথীর পরিবার। এ ঘটনায় পটুয়াখালীর সদর থানায় নিহত সাথী আক্তারের বাবা জলিল দুয়ারি বাদী হয়ে একটি হত্যা মামলা করেছিলেন। এ ঘটনায় আসামি কাউসার গাজীকে গ্রেফতার করে কারাগারে পাঠায় আদালত।
ঘটনার প্রায় দুই বছর পর হত্যায় অভিযুক্ত জামাইয়ের পক্ষে সাফাই দিতে এসে ফেঁসে যান শ্বশুর জলিল দুয়ারি।
মায়ের হত্যার ঘটনায় ৫ বছরের মেয়ের জবানবন্দীতেও ছিল পিতার বিরুদ্ধে অভিযোগ, যার প্রমাণ মেলে পোস্ট মোর্টেম রিপোর্টে।
প্রতারণা বা মিথ্যা তথ্য দিয়ে জামিনের চেষ্টা বন্ধে হাইকোর্টের এই পদক্ষেপ অন্য আসামীদের জন্য একটি সতর্কবার্তা বলেও মত দেন আইনজীবীরা।