শীতকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় চলছে পিঠা উৎসব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
শীতকে ঘিরে দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হচ্ছে পিঠা উৎসবের। তারই অংশ হিসেবে ফরিদপুর সমাজ সেবা পরিবার পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।
এই উৎসবে শিশু পরিবারের শিশু- কিশোর-কিশোরীদের তৈরি করা হরেক রকম পিঠা প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত অতিথিরা তাদের তৈরি পিঠা ঘুরে ঘুরে দেখেন। শিশু পরিবারের এই পিঠা উৎসবে ৫০ প্রকারের পিঠা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সভাপতিত্বে আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর শিশু পরিবারের সহকারী উপপরিচালকসহ অনেকে।





















