মানিকগঞ্জ, জামালপুর ও লালমনিরহাটে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৬:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। এর অংশ হিসেবে মানিকগঞ্জ, জামালপুর ও লালমনিরহাটে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জের সাটুরিয়ায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে বালিয়াটী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে কম্বল বিতরণ করা হয়। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে, জামালপুরে বেসরকারী সংস্থা আশার আয়োজনে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসকের কাছে ৩ শতাধিক কম্বল বিতরন করা হয়েছে। সকালে জামালপুরে এনজিও আশার পক্ষ থেকে কম্বল বিতরণ করেন এডিশনার ম্যানেজার, জেলা প্রেসক্লাব সভাপতিসহ অনেকে। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি ডিসিসিআই ফাউন্ডেশন এর উদ্যোগে লালমনিরহাটে দুঃস্থদের মাঝে পাঁচশত কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে লালমনিরহাট চেম্বার ভবনে এসব কম্বল বিতরণ করা হয়।



















