সিলেট জেলার সকল পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে ৭২ ঘন্টা পরিবহণ ধর্মঘটের ডাক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
সিলেট জেলার সকল পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে ৭২ ঘন্টা পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
আজ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এ ধর্মঘট চলবে। এই তিনদিন জেলার সব ধরণের গণপরিবহণ ও পণ্য পরিবহণ বন্ধ থাকবে বলে জানিয়েছ ধর্মঘটে একাত্মতা প্রকাশ করেছে মটর মালিক গ্রুপ। প্রায় এক বছর ধরে সিলেট বিভাগের অধিকাংশ পাথর কোয়ারী বন্ধ। এর সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ১২ লাখ শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। ২০১৪ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি….বেলা’র…দায়ের করা রিটের কারণে সিলেটের পাথর কোয়ারিগুলোতে যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে উচ্চ আদালত। এমন নিষেধাজ্ঞা সত্ত্বেও পাথর উত্তোলনের দাবি জানিয়ে আসছেন পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা।



















