ঘন কুয়াশার কারণে সকাল ৯টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ঘন কুয়াশার কারণে সকাল ৯টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
দুর্ঘটনা এড়াতে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্র জানা গেছে, ভোরে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতেই ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে সকাল ৯টা থেকে । কুয়াশায় মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলোও গন্তব্যের উদ্দেশে এসময় যাত্রা শুরু করেছে। এদিকে, প্রায় ২ ঘন্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। ঘন কুয়াশা থাকায় সকাল পৌণে ৯ টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়। অগ্রাধিকারেরর ভিত্তিত্তে যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় আছে।



















