স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের জয়যাত্রা অব্যাহত
- আপডেট সময় : ০৮:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদের জয়যাত্রা অব্যাহত রয়েছে। এইবারকে ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয়ে টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সমান পয়েন্ট লস ব্লাঙ্কোদের। এদিকে, ইপিএলে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিডসকে হারিয়েছে ৬-২ গোলে। তবে, হোচট খেয়েছে টটেনহাম। লেস্টারের কাছে ২-০ গোলে হেরেছে স্পার্সরা।
আরো একটা সহজ জয় রিয়াল মাদ্রিদের। লিগে সবশেষ চার ম্যাচ আর সবধরনের প্রতিযোগিতায় শেষ ৬ ম্যাচে শতভাগ জয় বলছে, মৌসুম শুরুর ধাক্কা সমলে উঠেছে জিদান শিষ্যরা। লিগে এখনো পর্যন্ত ৭ গোল করে দলকে বদলে দেয়ার নায়ক করিম বেনজেমা। টানা জয়ে টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদে সমান ২৯ পয়েন্ট লস ব্লাঙ্কোদের।
জিদানের অধীনে এইবারের বিপক্ষে ৯ ম্যাচে ৮ জয়ে সবচেয়ে সফল রিয়াল। শেষ ১২ গোলের ১১টিতে অবদান বেনজেমার। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। বেনজেমা-মদ্রিচের নৈপূণ্যে ১৩ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় রিয়াল।
বিরতির আগেই এক গোল শোধ দেয় এইবার, অধিনায়কের দুর্দান্ত ফিনিশিংয়ে।
দ্বিতীয়ার্ধে দু’দলের লড়াইটা হয়েছে সমানে সমান। তবে, ইনজুরি টাইমে লুকাস ভ্যাসকুয়েজের গোলে আবারো চমক রিয়াল মাদ্রিদের।
ইপিএলে লিডস-ম্যান ইউ’র ম্যাচে হয়েছে গোল বন্যা। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের তিন মিনিটের মধ্যে দু গোল করে গোল উৎসবের শুরু স্কট ম্যাকটমিনের।
জোড়া গোলের দেখা পেয়েছেন আরেক রেড ডেভিল ফরোয়ার্ড ব্রুনো ফার্নান্দেজ।
বাকি দুই গোলের একটি ভিক্টর লিন্ডেলফ অপরটি ড্যানিয়েল জেমসের।
লিডসের হয়ে সান্তনার দু গোল লিয়াম কুপার আর স্টুয়ার্ট ডালাসের। দারুণ জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে সোলশায়ার শিষ্যরা।



















