থার্টি ফার্স্ট নাইটে কোনো ডিজে পার্টি করা যাবে না : ডিএমপি কমিশনার
- আপডেট সময় : ০৮:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
আসন্ন থার্টি ফার্স্ট নাইটে কোনো ডিজে পার্টি করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, সন্ধ্যার পর মহানগরীর সব বার বন্ধ থাকবে।
দুপুরে ডিএমপি সদর দফতরে বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ নির্দেশনা দেন। ডিএমপি কমিশনার বলেন, মহামারী করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে এবার সব অনুষ্ঠান খুবই সীমিত আকারে পালন করা হচ্ছে। তাই বাংলাদেশেও স্বাস্থ্যবিধি মেনে সব অনুষ্ঠান সীমিত আকারে পালিত হবে। তিনি জানান, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে চার্চে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। পাশাপাশি খ্রিস্টান অধ্যুষিত এলাকা ও প্রতিষ্ঠানে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, উন্মুক্ত স্থানে লোক সমাগম ও কোন পার্টি করতে দেয়া হবে না। হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্পেস বা কক্ষ ভাড়া দেয়া যাবে না।



















