বর্তমান নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের কোনো আস্থা নেই : জাপা মহাসচিব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বর্তমান নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
সকালে, বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে, পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে জাতীয় পার্টির প্রেসিডিয়ামের সভাশেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনগুলোতে অস্বাভাবিক কম ভোটার উপস্থিতিতেই প্রমাণ হয় নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার ওপর জনগণ তথা ভোটারদের আস্থা নেই। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলেও জানান তিনি। নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করাও দাবী জানান জাতীয় পার্টি মহাসচিব।