“গাছবাড়ি” দেখতে প্রতিদিন ভিড় করছে বৃক্ষপ্রেমী ও সৌন্দর্য পিপাসুরা
- আপডেট সময় : ০১:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের শৈলকুপার লক্ষনদিয়া গ্রামে আমিরুল ইসলামের “গাছবাড়ি” দেখতে প্রতিদিন ভিড় করছে বৃক্ষপ্রেমী ও সৌন্দর্য পিপাসুরা। দোতলা ভবনের পুরোটাই মোড়ানো হয়েছে গাছ দিয়ে। ছাদেও রয়েছে নানা রকমের গাছ। সামনের বিশাল আঙ্গিনায় মূল্যবান আর দূর্লভ গাছের সমাহার। কেয়ারি করে নান্দনিক করে তোলা হয়েছে বনজ, ফলজ ও ফুলের বাগান। ঝনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের প্রতিবেদন; জানাচ্ছেন ইফফাত আরা সুরভী।
ঝিনাইদহের শৈলকুপার প্রত্যন্ত অঞ্চলের লক্ষনদিয়া গ্রামে আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গাছ দিয়ে মোড়ানো দোতলা এক বাড়ি। এটি এখন ‘গাছবাড়ি’ হিসেবে পরিচিত পেয়েছে। প্রথমে গ্রামের নারীদের দিয়ে শুচি শিল্পের কাজের জন্য একটি ভবন তৈরি করেন আমিরুল ইসলাম। কিন্তু, সে কাজ আর হয়ে উঠেনা। পরে, বৃক্ষপ্রেমী আমিরুল বাড়িটিতে বিভিন্ন প্রজাতির গাছের সংগ্রহশালা বানানোর সিদ্ধান্ত নেন।
দেশ-বিদেশ থেকে পছন্দের গাছ সংগ্রহশালায় নিয়ে আসেন তিনি। দেশিয় প্রজাতিসহ বেলজিয়াম, পর্তুগাল, মালয়েশিয়া, ভারত, দুবাইসহ একাধিক দেশের গাছ রয়েছে। এখানে রয়েছে রিটা, নাগলিংগম, এ্যামাজিন, কাটগোলাপ, লিলি, ষড়াসহ হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রজাতির প্রায় পাঁচ হাজার গাছ। এই “গাছবাড়ি” দেখতে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন ছুটে আসেন প্রকৃতিপ্রেমী মানুষ।
ভালোবাসার জায়গা থেকেই গাছের সংগ্রহশালা তৈরি করেন আমিরুল। গাছের প্রতি সবাই যত্নবান হলে তার এই উদ্যোগ স্বাথর্ক হবে বলে মনে করেন তিনি। ২০১৪ সালে ১৪বিঘা জমির উপর বাড়িটি নির্মাণ করেন আমিরুল ইসলাম। সেই থেকে এখন পর্যন্ত রোপন করেছেন পাঁচ’শ প্রজাতির প্রায় পাঁচ হাজার গাছ।



















