প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন
- আপডেট সময় : ০৮:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন। ভোটারদের মন জয় করতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তারা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলছেন ৮০ ভাগ ভোটই তিনি পাবেন। আর নির্বাচনী প্রচারাণায় বাধা দেয়ার অভিযোগ করেছেন বিএনপি’র মেয়র প্রার্থী।রিটার্নিং অফিসার জানান, অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আর ক’দিন পরেই মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে গোটা পৌর এলাকা। ৯টি ওয়ার্ডে মোট কেন্দ্র ২৫টি। ভোট গ্রহণ হবে ইভিএমএ। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ৪৭ জন। মেয়র পদে নৌকা প্রতীকে রমজান আলী ও ধানের শীষে আতাউর রহমান আতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা।
নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করছেন, বিএনপি’র মেয়র প্রার্থী
প্রার্থীদের আচরণ ও স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে মাঠে নেমেছে আইন-শৃংখলা বাহিনী। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই, কর্মকর্তা।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ৫৬ হাজার দু’শ দুই।



















