সত্তুর থেকে আশি নারীর অ্যাকাউন্টে পিকে হালদারের কোটি কোটি টাকা লেনদেন

- আপডেট সময় : ০৮:০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
৭০-৮০ জন নারীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন করেছেন পি কে হালদার। আদালতে এমন তথ্য জানিয়ে দুর্নীতি দমন কমিশন, দুদক। এসময় দুদকের আইনজীবী জানান, পি কে হালদার যাদের নিয়মিত টাকা পাঠাতেন, তাদের প্রত্যেককে দুদকের মামলার আসামি করা হবে। ৩ হাজার ৬০০ কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে যাওয়া আলোচিত পি কে হালদারকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হয়েছে বলেও জানায় দুদক।
প্রশান্ত কুমার হালদার ব্যাংক পাড়ায় যিনি পরিচিত পি কে হালদার নামে। দেশ থেকে সব কিছু গুটিয়ে কানাডায় পাড়ি জমানো এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পিপলস লিজিংসহ একাধিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের।
রোববার আলোচিত এই মামলার শুনানিতে আদালতকে দুদক জানায় এরই মাঝে পিকে হালদারকে দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে গ্রেফতারি পরোয়ানা পৌঁছে দেয়া হয়েছে।
আইনজীবী আরো জানান, বিদেশে অর্থ পাচার ইস্যুতে দ্বৈত নাগরিকদের তথ্য জানতে চায় বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ।
অনুসন্ধানে পাওয়া তথ্যের আলোকে, পিকে হালদার এর বিলাসি জীবন সম্পর্কে ও ধারনা দেন দুদকের আইনজীবী।