নানা দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন
- আপডেট সময় : ০৭:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
নানা দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা ও নির্মাণে বিরোধিতার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের বিচারের দাবিতে দিনাজপুরে মানবন্ধন করেছে জেলা শিক্ষক সমিতি।
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে চুয়াডাঙ্গায় চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের আয়োজনে সকালে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
বোরো ধানের মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে গনসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখা। দুপুরে নগরীর টাউন হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষকের জাতীয় পতাকা বিকৃত করার অভিযোগের প্রতিবাদে উত্তাল হয়ে রংপুরে মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগ।
সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদের পলি ব্যবস্থাপনায় অনতিবিলম্বে ক্রসড্যাম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে খুলনা-পাইকগাছা সড়কের তালা সদরের ডাকবাংলোর সামনে ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের ভাঙ্গায় চাঞ্চল্যকর শহীদ মাতুব্বরের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এসময় তারা দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি জানায়।
এদিকে, বন্ধ ঘোষিত রাষ্ট্রয়াত্ব আলিম জুট মিলের আবসায়নকৃত, অবসরকৃত ও বদলী শ্রশিকদের সকল পাওনা পরিশোধের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে।



















