মাগুরা ও খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা
- আপডেট সময় : ০৬:৪৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
মাগুরা ও খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ১৬ জানুয়ারির নির্বাচনে অংশ নিতে ২৩ ডিসেম্বর থেকে প্রচারণায় নামবেন প্রার্থীরা।
মাগুরার একমাত্র পৌরসভার নির্বাচনে আজ শেষদিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন প্রার্থীরা। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হয়। নির্বাচনে এ পর্যন্ত মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৫৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে, উৎসবমূখর পরিবেশে খাগড়াছড়ি পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। দুপুরে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাজু আহমেদের কাছে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী। এর আগে বিএনপি’র মনোনিত প্রার্থী ইব্রাহিম খলিল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।



















