মৌলবাদ ও জঙ্গিবাদ প্রতিহত করতে যুবলীগ সবসময় মাঠে রয়েছে : নিখিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
মৌলবাদ ও জঙ্গিবাদ প্রতিহত করতে যুবলীগ সবসময় মাঠে রয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
বিকেলে নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় যুবলীগ নেতা নিখিল আরো বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের পরপরই কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে সবাই মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। জেলার মদন পৌরসভা নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে সেখানে যান তিনি।