বিএনসিসির উদ্যোগে রেলী, মাস্ক বিতরণসহ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন
- আপডেট সময় : ০৬:৩৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি ও জনগণকে সচেতন করতে রেলী, মাস্ক বিতরণ এবং লিফলেট বিতরণসহ ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর- বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট।
মুজিববর্ষ উপলক্ষে সপ্তাহব্যাপী এই কর্মসূচির আজ শেষ দিন। সকালে খুলনার শিরোমনীতে কর্মসূচির উদ্বোধন করেন কেএমপি পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন রেজিমেন্ট কমান্ডার মেজর মোহাম্মদ জসিম উদ্দীন, লে: দেওয়ান রফিকুল আওয়ালসহ আরো অনেকে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ময়নামতি রেজিমেন্ট কুমিল্লার আয়োজনে জনসচেতনতামুলক রেলি অনুষ্ঠিত হয়েছে। সকালে কুমিল্লা টাউনহল ময়দানে রঙ্গিন বেলুন উড়িয়ে রেলীর উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। পরে করোনা প্রতিরোধে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনায় বিএনসিসির উদ্যোগে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক রেলী, লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।



















