রংপুর মেডিকেলে সক্রিয় দালাল চক্রের ৭ সদস্য গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সক্রিয় দালাল চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা।
দালালচক্র রংপুর মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানিসহ মোটা অংকের টাকা লুটে নেয়। গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে ৫ম দফা অভিযান চলে আজ। হাসপাতালের প্রধান গেট ও জরুরি বিভাগে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। সরকারী দপ্তরগুলোতে দালাল নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।