দিনাজপুরে সূর্যের দেখা নেই

- আপডেট সময় : ০১:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
ধীরে ধীরে সারাদেশেই বাড়ছে শীতের প্রকোপ। শৈত্যপ্রবাহ ও হিমেল হাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে অনেক আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে। এদিকে, গত বেশকিছু ধরে দিনাজপুরে সূর্যের দেখা নেই। কুয়াশার চাদরে ঢাকা থাকে চারিপাশ। সেই সাথে মৃদু বাতাসে একটু একটু করে বাড়ছে শীতের তীব্রতা। ফলে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগ। বিশেষ করে ঠান্ডাজনিত রোগ। সঙ্গে ডায়রিয়া। এ ধরনের সমস্যার মোকাবেলায় খাদ্যাভাসে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
কয়েকদিন ধরে চলা ঘন কুয়াশার সাথে দিনাজপুরে চলছে মৃদু বাতাস। শীতের সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে এখন সর্দি-জ্বর-নিউমোনিয়া-ডায়রিয়া রোগীর সংখ্যাই বেশি। আক্রান্তের মধ্যে শিশু ও বয়স্করা শীর্ষে।
গরম কাপড় ব্যবহার ও ডায়রিয়া রোধে খাদ্যাভাসে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক।করোনাকালে সাধারণ সর্দি-কাশি হলেও, অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেয়ার তাগিদ দেন তিনি।