উত্তরাঞ্চলের আড়াই শতাধিক রেলওয়ের লেভেল ক্রসিংয়ে গেটম্যান নাই

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলের আট জেলায় আড়াই শতাধিক রেলওয়ের লেভেল ক্রসিংয়ে গেটম্যান নাই। অরক্ষিত হয়ে আছে দীর্ঘ রেলপথ। এসব স্থানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হতাহত হচ্ছে বহু মানুষ।
দেশের উত্তরাঞ্চলের আটটি জেলায়, পশ্চিমাঞ্চল রেলওয়ে লালমনিরহাট ডিভিশনে বর্তমানে ৫৩০ কিলোমিটারে ট্রেন চলছে। এই পথে লেভেল ক্রসিং আছে ৫২০টি। এর মধ্যে ৪১৬টি বৈধ আর বাকি ১০৪টি অবৈধ। এগুলোর মধ্যে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২৫০টিতে গেটম্যান আছে। বাকি ২৭০টিতে নেই। শুধু সতর্কীকরণ সাইনবোর্ড দেয়া হয়েছে। নিজ দায়িত্বে পারাপার হচ্ছে পথচারীরা।
প্রয়োজন অনুযায়ী গেটম্যান না থাকায় জনগণ সামলাতে হিমশিম খেতে হয় তাদের। জনবল নিয়োগের উদ্যোগের কথা জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের এই বিভাগীয় প্রকৌশলী।রেল চলাচল নিরাপদ করতে দ্রুত গেটম্যান নিয়োগসহ রেলওয়ে ব্যবস্থাপনা উন্নয়নের দাবি জানিয়েছে, স্থানীয় জনগণ।