আগামীকাল মুখোমুখি হবে নিউজিল্যান্ড-পাকিস্তান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৬১৭ বার পড়া হয়েছে
নিউজিল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টি-টুয়েন্টি কাল। হ্যামিল্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়। তিন ম্যাচ সিরিজে এরই মধ্যে ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড।
বড় জয় দিয়েই টি-টুয়েন্টি মিশন শুরু করেছে গাপটিল-সান্টনাররা। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে কিউইরা। এবার এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতের মিশনে নামবে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচের জয় আত্মবিশ্বাস স্বাগতিকদের। তাই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে। তাই প্রথম ম্যাচের হতাশা ভুলে জ্বলে উঠতে মরিয়া হাফিজ-শাহদাব খানরা।



















