ধর্মপাশা উপজেলা সদরের উকিলপাড়া থেকে লঙ্কাপাথারিয়া পর্যন্ত রাস্তার বেহাল দশা

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের উকিলপাড়া থেকে লঙ্কাপাথারিয়া পর্যন্ত রাস্তার বেহাল দশা। দীর্ঘ ২০ বছর ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পাঁচ গ্রামের ৩০ হাজার মানুষ। রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
ধর্মপাশা উপজেলা সদরের উকিলপাড়া থেকে লঙ্গাপাথারিয়া পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা গভীর গর্ত ও খানাখন্দে ভরে গেছে। দীর্ঘ ২০ বছর ধরে কোনো সংস্কার না করায় প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছে যাতায়াতকারীরা। পাঁচ গ্রামের ৩০ হাজার মানুষের একমাত্র চলাচলের রাস্তা এটি। শিগশিগই সংস্কারের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
ইতিমধ্যে প্রস্তাবনা তৈরি করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানায়, এলজিইডি। রাস্তাটি দ্রুত সংস্কারে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছে, এলাকাবাসী।