রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুজ্জামানকে ৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / ১৭৬৪ বার পড়া হয়েছে
রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুজ্জামানকে ৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর টোল প্লাজা থেকে সরকারি গাড়িসহ তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে টোলঘর এলাকায় অভিযান চালিয়ে রাজশাহী জেলা পরিষদের একটি জিপ গাড়িতে তল্লাশী করে গাড়ির ভেতর থাকা ব্যাগ থেকে ৫টি কোমলপানীয়ের বোতল ভর্তি ফেন্সিডিল পাওয়া যায়। শুক্রবার রাতে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল জানিয়েছেন, ফেন্সিডিলসহ আটক অপর ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের কানসাট বিশ্বনাথপুর এলাকার সাজিদ। সে রাজশাহীর একটি ওষুধের দোকানের কর্মচারী।