মাদারীপুরের বংশীবাদক লাহাউদ্দিন বাঁশি বিক্রি করেই তার সংসার চালান

- আপডেট সময় : ০৭:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
মাদারীপুরের বংশীবাদক লাহাউদ্দিন বাঁশি বিক্রি করেই তার সংসার চালান। তবে তার বাঁশি বাজানোর পদ্ধতি একটু ভিন্ন। মুখের মতো নাক দিয়েও সুর তোলেন বাঁশিতে। এতে ক্রেতারা বেশি আকৃষ্ট হয় বলে মনে করেন তিনি।
বংশীবাদক লাহা উদ্দিনের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর এলাকায়। ৩০ বছর ধরে এ পেশায় আছেন তিনি। অষ্টম শ্রেণিতে পড়ার সময় তার বাবা মারা যান। এরপর সংসারের হাল ধরতে শুরু করেন বাঁশি বিক্রি।
দেশের বিভিন্ন এলাকা ঘুরে ৩০ বছর ধরে বাঁশি বিক্রি করছেন লাহা। ক্রেতাদের আকৃষ্ট করতে নাক ও মুখ দিয়ে নানা সুরে বাঁশি বাজান তিনি। ছোট বেলায় বাবার কাছ শেখেন বাঁশি বাজানো। এমন প্রতিভা দেখে অভিভুত সাধারণ মানুষ।
মাত্র সাত বছর বয়সেই বাজাতে শিখেছেন বলে জানান তিনি। এ বংশীবাদকের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন জেলা কালচারাল অফিসার। এছাড়া, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে লাহা উদ্দিনকে অনুদানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।