কোটালীপাড়ায় এক’শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য নিম্নমানের ফাস্ট এইড বক্স সরবরাহ করা হয়েছে
- আপডেট সময় : ০৭:৪২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক’শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য নিম্নমানের ফাস্ট এইড বক্স সরবরাহ করা হয়েছে। বক্সের ভেতরে দেয়া হয়েছে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধ। এ নিয়ে শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের মধ্যে চলছে তোলপাড়। এ ধরনের নিম্নমানের পণ্য সরবরাহ না করার জন্য দাবি জানিয়েছেন শিক্ষকরা।
গত ১২ অক্টোবর এক’শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের জন্য কোটালীপাড়া উপজেলা শিক্ষা অফিসে ফাস্ট এইড বক্স সরবরাহ করা হয়। এর ভেতরে দেয়া হয়েছে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ন ওষুধ। এছাড়া, সরবরাহ করা চার হাজার ব্রাশ, চার হাজার টুথ পেস্ট ও ৪৫০টি নেইল কাটারও নিম্নমানের। এসব ব্যবহার করলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হবে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
স্বাস্থ্য বিভাগ থেকে সরবরাহ করা এসব পণ্য ফেরত দেয়া হয়েছে বলে জানান, শিক্ষা কর্মকর্তা। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান, স্বাস্থ্য কর্মকর্তা। আগামীতে ভালো মানের পণ্য সরবরাহের দাবি জানিয়েছেন শিক্ষকরা।



















