মাদারীপুরে এমপি কাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে মহান বিজয় দিবস উপলক্ষে এমপি কাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা হয়েছে।
বৃহস্পতিবার কালকিনি উপজেলার রমজানপুর কলেজ মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটি জানায়, ২রা অক্টোবর শুরু হয় এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট। এতে অংশ নেয় ২৪টি দল। ফাইনাল খেলায় সবুজ বাংলা একাদশ ও মিয়ারহাট কিং ক্লাব অংশ নেয়। জয় ছিনিয়ে নিতে দু’পক্ষেরই চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষে মিয়ারহাট কিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সবুজ বাংলা একাদশ। পরে বিজয়ীয়দের হাতে প্রথম পুরস্কার হিসেবে মোটরসাইকেল তুলে দেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।



















