দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

- আপডেট সময় : ০৫:৩৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
‘মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ শ্লোগানকে সামনে নিয়ে দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
অভিবাসী দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহযোগিতায় ৩টি ক্যাটাগরীতে ৪৩ শিক্ষার্থীর মাঝে ৬ লাখ ৪৯ হাজার ৬শ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। পরে ৪৩ শিক্ষার্থীর মাঝে সাড়ে ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত ও মেধাবীদের শিক্ষা বৃত্তির চেক এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন, জেল কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এ কর্মসূচীর আয়োজন করে।
নড়াইলে আন্তজার্তিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সকালে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। পরে অভিবাসী দিবস নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়।