ময়মনসিংহে জঙ্গি সংগঠন আল্লাহর দলের চার সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০২:১০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৬০২ বার পড়া হয়েছে
ময়মনসিংহে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রেব। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, কাগজপত্র ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
গেল রাতে রেব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, মানিক মিয়া,শরিফুজ্জামান শরীফ, সাকিব হাসান এবং আফতাব আলী। তবে তাদের ঠিকানা জানানো হয়নি। রেব-১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ ময়মনসিংহ অঞ্চলের সাথে সংশ্লিষ্ট। ‘আল্লাহর দল’ এর প্রধান সংগঠক আব্দুল মতিন মেহেদীর চিন্তা ভাবনা ও মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা এই সংগঠনের সমর্থক ও সক্রিয় সদস্য হয়ে উঠে। গোপন বৈঠকের সময় নগরীর কেওয়াটখালী বাজার সংলগ্ন রিফুজি কলোনীর মানিক মিয়ার দুই চালা টিন সেড বসত ঘরের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
























