মেহেরপুরে পাকা সেতুর অভাবে ঝুঁকির মুখে লক্ষাধিক মানুষ

- আপডেট সময় : ০১:৫৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাড়াবাড়িয়া-হিতিমপাড়া খেয়াঘাটে ১৫ গ্রামের লক্ষাধিক মানুষ একটি বাঁশের সেতু দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে পারপার করছে। সেটাও স্থানীয়রাই তৈরি করেছে। শত বছরের এই খেয়াঘাটের দিকে কোনো নজর নেই কর্তৃপক্ষের। এখানে পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।
মেহেরপুরের গাড়াবাড়িয়া-হিতিমপাড়া বাঁশের সেতু দিয়ে সদর ও গাংনী উপজেলার ১৫ গ্রামের লক্ষাধিক মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হয়। এবছর ভারি বর্ষনে সেতুটি পানির নিচে তলিয়ে যায়। ফলে এটি এখন দুর্বল কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। সেতুটি ভেঙ্গে যে কোনো সময় মারাত্বক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে এলাকাবাসী।
আশপাশের কম গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক ব্রিজ নির্মাণ হয়েছে। এখানে না হওয়ায় ক্ষোভ জানায়, এলাকাবাসী।জন প্রশাসন প্রতিমন্ত্রী ব্রিজ নির্মাণে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান, ইউপি চেয়ারম্যান।এ ব্যাপারে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানায়, এলজিইডি।
এদিকে, স্থানীয় সংসদ সদস্য জানান, ব্রিজটি টেন্ডার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।বারবার শুধু আশ্বাস নয় সেতু বাস্তবায়নে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছে, এলাকাবাসী।