তৈরি পোশাকখাতের প্রণোদনার সিংহভাগই মালিকদের জন্যঃ টিআইবি
- আপডেট সময় : ০৭:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
তৈরি পোশাকখাতের প্রণোদনা ও আর্থিক সহায়তার সিংহভাগই মালিকদের জন্য দেয়া হয়েছে বলে মনে করে টিআইবি। সংস্তাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, তৈরি পোশাক মালিকরা সব সময় সুবিধাভোগী। তারা সরকারকে চাপ দিয়ে প্রণোদনা আদায় করেছে, অতীতেও এমনটা দেখা গেছে।
সকালে ‘তৈরি পোশাক খাতে করোনা ভাইরাস উদ্ভূত সংকট: সুশাসনের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক ওয়েবিনারে এ কথা বলেন তিনি। ড. ইফতেখারুজ্জামান বলেন, তৈরি পোশাকখাত রফতানি বাণিজ্যে বিশেষ ভূমিকা পালন করে। করোনা ভাইরাস অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। কারণ. পোশাক খাত জিডিপিতে বড় ভূমিকা রাখে। এখাতে রফতানি বন্ধ হওয়ার কারণে ঝুঁকি বেড়েছে। করোনা শুরুর পর পোশাকখাতের অনেক কার্যাদেশ বাতিল হয়। তড়িৎ পরিকল্পনা না থাকায় পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়েছে। শ্রমিকদের অধিকার প্রাধান্য না পেয়ে চলছে ছাঁটাই। অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের লে-আউট করেছে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, করোনাকালে প্রণোদনা প্যাকেজের অর্ধেক টাকাই পোশাক খাতে দেয়া হয়েছে। ঘাটতি নিরসনে জনগণের অর্থের ওপর নির্ভরশীল হতে হয়। সরকারকে চাপ দিয়ে সুবিধা আদায় করে নেন পোশাক শিল্প কারখানার মালিকরা।



















