জামালপুর শহরে রাস্তা দখল করে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ বাজার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
- / ১৭০৯ বার পড়া হয়েছে
জামালপুর শহরের বড় রাস্তা দখল করে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ বাজার। এতে বেড়েছে যানজট। এসব বাজারে করোনা প্রতিরোধে কোনো ধরনের নির্দেশনা মানা হচ্ছে না। প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
জামালপুর শহরের ফৌজদারী মোড়, বটতলা, রশিদপুর, মুকন্দবাড়ি, বানিয়া বাজারসহ বিভিন্ন জায়গায় অবৈধ বাজার স্থাপন করা হয়েছে।এতে করে বৈধ বাজারের ব্যবসায়ীরা অর্থিক ক্ষতির সম্মুক্ষীন হচ্ছে। অন্যদিকে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ ব্যপারে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান, পৌর মেয়র।
অবৈধ বাজার উচ্ছেদ অভিযানের কথা জানান, জেলা প্রশাসক।
যানজটমুক্ত শহর ও স্বাস্থ্যকর বাজার নিশ্চিতের দাবি জানিয়েছে পৌরবাসী।