স্বাধীনতার ৫০ বছরে পদার্পণে শুভ কামনা জানাতে ভোলেননি ক্রিকেটাররা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
স্বাধীনতার ৫০ বছরে পদার্পণে শুভ কামনা জানাতে ভোলেননি ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারা।
ঘড়ির কাটা রাত ১২টা পার করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে থাকেন, মাশরাফী, সাকিব-মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, সৌম্য সরকাররা। বিজয়ের আনন্দক্ষণে শ্রদ্ধাভরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্বরণ করেন সবাই। মুশফিকুর রহিম ক্রিকেট মাঠে সকল অর্জনের কৃতিত্ব দিয়েছেন ৭১ এর বীর শহীদদের। স্বাধীন দেশের লাল সবুজ জার্সি জড়িয়ে মাঠের নামার অনূভূতিও তুলে ধরেন কেউ কেউ। দেশবাসিকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ফুটবলারসহ ক্রীড়াঙ্গনের অন্যান্য খেলোয়াড়রাও।



















