ভালুকা উপজেলার নদী-নালা, খাল-বিলে অবাধে ফেলা হচ্ছে কল-কারখানার দূষিত বর্জ্য

- আপডেট সময় : ০২:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকা উপজেলার নদী-নালা, খাল-বিলে অবাধে ফেলা হচ্ছে কল-কারখানার দূষিত বর্জ্য। এতে পানি বিষাক্ত হয়ে পরিবেশ, কৃষি ও জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে। স্থানীয় প্রশাসন এবং পরিবেশ অধিদফতরের গাফিলতিতে মিলছে না কোনো প্রতিকার।
ময়মনসিংহের ভালুকায় দু’শতাধিক শিল্প-কারখানা রয়েছে। এসব কারখানায় বর্জ্য শোধনাগার থাকলেও তা ঠিকমতো পরিচালিত হচ্ছেনা। দূষিত বর্জ্য ও রাসায়নিক মিশ্রিত নানা রঙয়ের পানি বড় বড় ড্রেনের মাধ্যমে নদী-নালা, খাল-বিলে পড়ছে।
এতে করে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লাউতি খাল, আডাইয়ের খাল, বিলাইঝুড়ি খাল এবং ভালুকার প্রধান নদী ক্ষীরুসহ সমস্ত নদী-নালা ও খাল বিলের পানি বিষাক্ত হয়ে পড়েছে। এলাকার জীববৈচিত্র্য এখন হুমকির মুখে। নানা দুর্ভোগে নাকাল হচ্ছে এলাকাবাসী।
বর্জ্য ফেলা বন্ধে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় পরিবেশ অধিদফতর।তবে, এ ব্যাপারে শিল্প-কারখানার মালিকপক্ষের কোনো প্রতিনিধি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।