বিজয় দিবস উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তায় সক্রিয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বিজয়ের ৪৯তম বছরে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের মানুষ। বিজয় দিবস উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তায় সক্রিয় রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে, সরকারের একদলীয় শাসনের কারণে মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হচ্ছে। সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন চলবে বলেও জানান তিনি। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সাভার স্মৃতিসৌধের বেদি। একে একে শ্রদ্ধা জানান রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা।



















