বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো জেমকন খুলনা
- আপডেট সময় : ০২:১৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করলো জেমকন খুলনা। কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ’র দল। খুলনার দেয়া ২১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ বল বাকি থাকতে অলআউট হয় চট্টগ্রাম।
৩৫ রান খরচায় পাঁচ উইকেট নেন ম্যাচ সেরা মাশরাফি বিন মোর্ত্তজা। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১০ রান করে খুলনা। ইনিংস সর্বোচ্চ ৮০ রান করেন জহুরুল ইসলাম। ইমরুল কায়েসের অবদান ২৫। সাকিবের উইলো থেকে আসে ২৮ রান। এছাড়া শেষের দিকে, ৯ বলে মাহমুদউল্লাহ’র ৩০ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় খুলনা। জবাবে, মোহাম্মদ মিথুন ছাড়া সুবিধা করতে পারেনি কেউই। সর্বোচ্চ ৫৩ রান করেন চট্টগ্রাম অধিনায়ক। মাহমুদুল হাসান জয় করেন ৩১ রান। আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকার মুখোমুখি হবে চট্টগ্রাম। এর আগে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালকে ৯ রানে হারায় মুশফিকের বেক্সিমকো ঢাকা। মিরপুরে টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫০ রান তোলে ঢাকা। জবাবে ৯ উইকেটে ১৪১-এ থামে বরিশালের ইনিংস।





















