তীব্র শীত আর ঘন কুয়াশায় নাজেহাল উত্তরাঞ্চলের জনজীবনসহ দেশের বিভিন্ন জেলা

- আপডেট সময় : ০২:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
গত কয়েকদিনের তীব্র শীত আর ঘন কুয়াশায় নাজেহাল উত্তরাঞ্চলের জনজীবনসহ দেশের বিভিন্ন জেলা। মহাসড়কগুলোতে ভারী যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। অসহায় ছিন্নমূল মানুষগুলো পড়েছে চরম দুর্ভোগে।
পঞ্চগড়ে হাঁড় কাঁপানো শীতের কবলে পড়েছে জনজীবন। তাপমাত্রা উঠানামা করায় শীতের তীব্রতা অনেক বেড়েছে। একইসঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে গোটা জেলা। সেই সাথে দিন-রাত বইছে উত্তর থেকে হিমেল বাতাস।
দিনাজপুরে ক্রমেই বাড়ছে কুয়াশা। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষনাগার জানায়, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৯৮ শতাংশ।
শৈত্যপ্রবাহের কারনে আবারো গাইবান্ধায় বেড়েছে শীতের প্রকোপ। গত দু’তিন দিন ধরে ঘন কুয়াশায় ঢেকে আছে পুরো এলাকা।
তিন দিন বিরতির পর আবারও ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে সিরাজগঞ্জে। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ।
ময়মনসিংহে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে গ্রামের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।
নেত্রকোনায় ঘন কুয়াশা আর কনকনে বাতাসে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছে নিম্ন আয়ের মানুষ। কুয়াশায় সারাদিন সূর্যের দেখা মিলছেনা। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে সাধারণ মানুষ।
ঝিনাইদহে ঘন কুয়াশা আর শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। সেই সঙ্গে হিমেল হাওয়ায় দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ।
মানিকগঞ্জে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস, শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে।
হালকা কুয়াশা ও শীতে গত কয়েক দিনে সাতক্ষীরাতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গোপালগঞ্জে বেলা ১১টার পর সূর্যের মুখ দেখা মিললেও, হিমেল হাওয়া শীতের তীব্রতা বেড়েছে। ভোরে কুয়াশা পড়ায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে জেলার ছিন্নমূল ও গরীব মানুষ।
এসএটিভি, নিউজডেস্ক।