জামালপুরে অবৈধ বাজার উচ্ছেদের দাবিতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
জামালপুর শহরের অবৈধ বাজার উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা।
দৈনিক আনন্দগঞ্জ সকাল বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতিসহ নেতারা। এ সময় বক্তারা বলেন, জামালপুর পৌরসভা থেকে বৈধভাবে ইজারা নিয়ে বাজারের ৩৬৫টি দোকার ঘর রয়েছে। এদিকে শহরের ফৌজদারী মোড়, বটতলা, রশিদপুরসহ বিভিন্ন জায়গায় অবৈধ বাজার বসায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অপরদিকে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন ব্যবসায়ীরা।



















