ওসি প্রদীপসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা

- আপডেট সময় : ০২:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
- / ১৭৮৬ বার পড়া হয়েছে
দীর্ঘ চার মাসেরও বেশি সময় পর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার চার্জশিট দিয়েছে তদন্তকারী সংস্থা রেব। ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে কক্সবাজার আদালতে চার্জশিট জমা দেয়া হয় আজ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা জানান, টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপের নির্দেশেই সিনহাকে হত্যা করা হয়। এদিকে, মামলাটি অবৈধ দাবি করে আসামী লিয়াকতের করা রিভিশন মামলাটি খারিজ করে দিয়েছে আদালত।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ী তল্লাশীকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান আসামি করে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করা হয়। আদালত মামলাটির তদন্ত করার আদেশ দেন রেবকে।
এ ঘটনায় ১৫ আসামির মধ্যে ১২ আসামি তদন্ত সংস্থা রেবের মাধ্যমে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওসি প্রদীপ কুমার দাশ ও কনস্টেবল রুবেল শর্মা জবানবন্দী এখনো দেয়নি।
৪২৫ দিনের কার্যদিবসের শুনানির পর রোববার সকালে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে চার্জশিট জমা দেন রেবের তদন্তকারী কর্মকর্তা সিনিয়র এএসপি খাইরুল ইসলাম। জানান, চার্জশিটে ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে রাজিব দে নামে এক পুলিশ সদস্য পলাতক রয়েছে। বাকি ১৪ জন কারাগারে।
তিনি আরো জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে হত্যার মূল পরিকল্পনাকারী টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ। অন্যদিকে মামলাটি অবৈধ দাবি করে বাতিল চেয়ে প্রধান আসামী পরিদর্শক লিয়াকত আলীর আইনজীবীর দায়ের মামলার পূর্ণাঙ্গ শুনানীরও নির্ধারিত দিন আজ।