বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের দাফন সম্পন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের দাফন সম্পন্ন হয়েছে।
আজ বেলা তিনটার দিকে ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে নায়াব ইউসুফ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া,সহ আর অনেকে পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।পরে ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে পিতা চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়ার কবরের পাশে কামাল ইবনে ইউসুফকে দাফন করা হয়। গত বুধবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির বর্ষিয়ান নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ।



















