ঢাকা সেনানিবাসে পুনঃনির্মিত ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ আল্লাহু মসজিদের উদ্বোধন
- আপডেট সময় : ১১:১৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ঢাকা সেনানিবাসে পুনঃনির্মিত ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ আল্লাহু মসজিদের উদ্বোধন করা হয়েছে।
দুপুরে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ এ মসজিদের উদ্বোধন করেন। ক্যান্টেনমেন্ট বোর্ড জামে মসজিদ আল্লাহু মসজিদ ১৯৭৪ সালের ২৩ মে নির্মিত হয়েছিল। এই মসজিদে পূর্বে ধারণ ক্ষমতা ছিল ৯০০ জন মুসল্লি, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল ছিল। বিশেষ করে জুম্মার দিনে মসজিদ সংলগ্ন রাস্তাটিতেও মুসল্লিদেও নামাজ পড়তে হতো। বর্তমান এবং ভবিষ্যতের প্রয়োজনের কথা চিন্তা করে সেনাবাহিনী প্রধান এই মসজিদ নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের ১০ই মার্চ সেনাবাহিনী প্রধান পুনঃনির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে মসজিদটি প্রায় ৩২ হাজার স্কয়ার ফিটের এবং এর মুসল্লি ধারণ ক্ষমতা ৩ হাজারের ও অধিক। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পূনঃনির্মিত ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদ নির্মানের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করেন।



















