বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু একটি অভিন্ন স্বত্তা। আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা আঘাত করেছে, তারা বাংলাদেশের হৃদয়ে আঘাত করেছে। তারা বাংলাদেশের অস্তিত্বে আঘাত করেছে। তাই বাংলামায়ের দামাল ছেলেরা বসে থাকতে পারে না। সারাদেশের সাংবাদিক সমাজ জেগে উঠেছে। ধর্মের নামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পাঁয়তারা লেখনীর মাধ্যমে প্রতিরোধ করার আহ্বান জানান তারা।



















